Subject Science
426. সংক্ষিপ্ত পথে চলতে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে?
(a) সমুদ্র স্রোত
(b) ধ্রুব নক্ষত্র
(c) বায়ু প্রবাহের দিক
(d) অক্ষাংশ
(e) কোনোটিই নয়
Ans. a
427. গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি (অক্ষাংশ হিসেবে)?
(a) ৪০° দক্ষিণ থেকে ৪৭°
(b) ৪০° উত্তর থেকে ৪৭°
(c) ৪৮° দক্ষিণ থেকে ৫০°
(d) ৪১° দক্ষিণে থেকে ৫০°
(e) কোনোটিই নয়
Ans. a
428. The ozone layer restricts
(a) Visible light
(b) Infrared radiation
(c) X-rays and gamma rays
(d) Ultraviolet radiation
Ans. d
429. Fathometer is used to measure
(a) Earthquakes
(b) Rainfall
(c) Ocean depth
(d) Sound intensity
Ans. c
430. ইরসুলিন নি:সৃত হয় কোন গ্রন্থি থেকে?
(a) যকৃত
(b) থাইরয়েড
(c) অগ্ন্যাশয়
(d) হৃৎপিন্ড
Ans. c
431. মানুষের লালায় কোন এনজাইম থাকে?
(a) পেপসিন
(b) ট্রিপসিন
(c) নিয়লিন
(d) এ্যামাইলেজ
Ans.
432. স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়-
(a) সালফিউরিক এসিড
(b) নাইট্রিক এসিড
(c) সাইট্রিক এসিড
(d) কোনোটিই নয়
Ans. b
433. বৈদ্যুতিক মিটারের এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
(a) এক কিলোওয়াট-ঘন্টা
(b) এক ওয়াট-ঘন্টা
(c) এক কিলোওয়াট
(d) কোনোটিই নয়
Ans. a
434. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাচতে পারে না?
(a) ৩%
(b) ১০%
(c) ১২%
(d) ২৫%
Ans. d
435. কোন খনিজের অভাবে গলগগু রোগ হয়?
(a) লৌহ
(b) ফসফরাস
(c) ক্যালসিয়াম
(d) আয়োডিন
Ans. d
436. সমুদ্রের গভীরতা নির্ণয়ের কোন যন্ত্র ব্যবহার করা হয়?
(a) ন্যানোমিটার
(b) ফ্যাদোমিটার
(c) হাইড্রোমিটার
(d) থার্মোমিটার
Ans. b
437. কোন রোগটি মশার কামড়ে হয় না?
(a) ডেঙ্গু
(b) ম্যালেরিয়া
(c) কলেরা
(d) এনসেফেলাইটিস
Ans. c
438. গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে?
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন ডাই-অক্সাইড
Ans. d
439. সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
(a) বাবা
(b) মা
(c) বাব-মা উভয়ই
(d) কেউই নয়
Ans. a
440. কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
(a) ৫ টি
(b) ১১ টি
(c) ৬ টি
(d) ১৯ টি
Ans.
441. পৃথিবীর কেন্দ্র g-এর মান কত?
(a) ৯.৮ মি./সে.²
(b) ৯৩৬ মি./সে.²
(c) ০ মি./সে.²
(d) ৮.৯ মি./সে.²
Ans. c
442. আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
(a) এলবোমিন
(b) ফাইব্রিনোজেন
(c) অক্সিহিমোগ্রোবিন
(d) হরমোন
Ans. b
443. সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
(a) লৌহ
(b) ইস্পাত
(c) হীরক
(d) পাথর
Ans. c
444. পানিতে শব্দের বেগ বায়ুর তলনায় কত গুণ বেশি?
(a) প্রায় আড়াই গুণ
(b) প্রায় তিন গুণ
(c) প্রায় সাড়ে চার গুণ
(d) প্রায় সাড়ে পাঁচ গুণ
Ans. c
445. হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
(a) আমিষ
(b) স্নেহ
(c) আয়োডিন
(d) লৌহ
Ans. a
446. মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
(a) ২১০ টি
(b) ২০৯ টি
(c) ২০০ টি
(d) ২০৬ টি
Ans. d
447. ডেঙ্গু জ্বরের বাহক মশা-
(a) Anopheles
(b) Aedes
(c) Culex
(d) Culiseta
Ans. b
448. মানবদেহে পানি পরিমাণ -
(a) ৫০%
(b) ৭০%
(c) ৩০%
(d) ২৬%
Ans. b
449. ‘সুমানি’ সৃষ্টি হয়-
(a) সমুদ্রে প্রবল জোয়ারের ফলে
(b) সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনে ফলে
(c) জলোচ্ছাসের কারণে
(d) সাইক্লোনি বা হ্যারিকেনের কারণে
Ans. b
450. Renal failure means
(a) kidney failure
(b) heart failure
(c) collapse of the lungs
(d) severe low blood pressure
Ans. a