Subject Science
301. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
(a) কিডনীর পাথর গলাতে
(b) পিত্ত পাথর গলাতে
(c) গলগণ্ড রোগ নির্ণয়ে
(d) নতুন পরমাণু তৈরিতে
Ans. c
302. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
(a) চন্দ্রগ্রহণ
(b) সূর্যগ্রহণ
(c) অমাবস্যা
(d) পূর্ণিমা
Ans. b
303. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
(a) পাশাপাশি দুটো দাঁতের দাগ
(b) অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
(c) ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে
(d) ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
Ans. a
304. লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
(a) লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
(b) শূন্য ঘর নীরব থাকে
(c) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
(d) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
Ans. c
305. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
(a) পেট্রোলের সাথে পানি মিশে যায়
(b) পেট্রোল পানির সাথে মিশে না
(c) পেট্রোল পানির চেয়ে হালকা
(d) খ ও গ উভয়ই ঠিক
Ans. c
306. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
(a) স্ফিগমোম্যানোমিটার
(b) স্টেথস্কোপ
(c) কার্ডিওগ্রাফ
(d) ইস্কোকার্ডিওগ্রাফ
Ans. a
307. রেক্টিফাইড স্পিরিট হল-
(a) ৯০% ইথাইল এলকোহল ১০% পানি
(b) ৮০% ইথাইল এলকোহল ২০% পানি
(c) ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি
(d) ৯৮% ইথাইল এলকোহল ২% পানি
Ans. c
308. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
(a) নিকেল
(b) টিন
(c) সীসা
(d) দস্তা (জিঙ্ক)
Ans. d
309. এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-
(a) আইসোটোপ
(b) আইসোমার
(c) আইসোটোন
(d) আইসোবার
Ans. a
310. ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
(a) রন্টজেন
(b) ফ্যারাডে
(c) মার্কনী
(d) এডিসন
Ans. d
311. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
(a) লৌহ
(b) ইউরেনিয়াম
(c) প্লুটোনিয়াম
(d) নেপচুনিয়াম
Ans. a
312. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?
(a) রাবার
(b) এলুমিনিয়াম
(c) লৌহ
(d) তামা
Ans. c
313. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
(a) গামা রশ্মি
(b) মাইক্রোওয়েভ
(c) অবলোহিত বিকিরণ
(d) আলোক তরঙ্গ
Ans. b
314. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
(a) এ্যামপ্লিফায়ার
(b) জেনারেটর
(c) লাউড স্পিকার
(d) মাইক্রোফোন
Ans. c
315. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
(a) ফ্যাদোমিটার
(b) আইরোকম্পাস
(c) সাবমেরিন
(d) এ্যানিওমিটার
Ans. a
316. কোনটি চৌম্বক পদার্থ নয়?
(a) কাঁচা লোহা
(b) ইস্পাত
(c) অ্যালুমিনিয়াম
(d) কোবাল্ট
Ans. c
317. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
(a) কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
(b) কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
(c) শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
(d) হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা
Ans. a
318. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
(a) শুশুক
(b) তিমি
(c) ইলিশ
(d) হাঙ্গর
Ans. a
319. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন বন্ধ করে দেয়?
(a) কার্বন ডাই-অক্সাইড
(b) কার্বন মনো-অক্সাইড
(c) নাইট্রিক অক্সাইড
(d) সালফার ডাই-অক্সাইড
Ans. b
320. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
(a) আইসোবার
(b) আইসোটোপ
(c) আইসোটোন
(d) আইসোমার
Ans. b
321. মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
(a) ভূকেন্দ্রে
(b) ভূপৃষ্ঠে
(c) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
(d) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
Ans. b
322. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
(a) ৮ মিনিট ২০ সেকেন্ড
(b) ৮ মিনিট ১০ সেকেন্ড
(c) ২০ মিনিট ৮ সেকেন্ড
(d) ১ ঘণ্টা ২০ মিনিট
Ans. a
323. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
(a) হাতী
(b) কুমির
(c) তিমি
(d) বাদুর
Ans. b
324. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
(a) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(b) আইজ্যাক নিউটন
(c) টমাস এডিসন
(d) ভোল্টা
Ans. c
325. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
(a) ছায়াবৃত্ত
(b) গুরুবৃত্ত
(c) ঊষা
(d) গোধূলি
Ans. a