Subject Mathematics
1726. (০.০১ × ১) =কত?
(a) ০.১
(b) ০.০০০১
(c) ০.০০১
(d) ০.০০০১
Ans. d
1727. Which one is a factor of x² - y² +2y -1
(a) x + y + 1
(b) x – y + 2xy
(c) x + y -1
(d) x – y -1
Ans. c
1728. একটি ত্রিভুজাকৃতির ত্রিভুজের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
(a) ১০ গজ
(b) ১২ গজ
(c) ১৪ গজ
(d) ৭ গজ
Ans. c
1729. একটি ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
(a) ৬০ বর্গমিটার
(b) ৮৪ বর্গমিটার
(c) ৯০ বর্গমিটার
(d) ১০৮ বর্গমিটার
Ans. b
1730. একটি পাইপের বহির্ব্যাস ২.৫ ইঞ্চি এবং অন্তর্ব্যাস ২.১ ইঞ্চি। পাইপটির পুরুত্ব কত?
(a) ০.২ ইঞ্চি
(b) ০.৪ ইঞ্চি
(c) ২.৩ ইঞ্চি
(d) ০.৩ ইঞ্চি
Ans. b
1731. ঘড়িতে যখন ৮টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়?
(a) ১৫০ ডিগ্রী
(b) ৬০ ডিগ্রী
(c) ১২০ ডিগ্রী
(d) ৯০ ডিগ্রী
Ans. c
1732. কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুর অবস্থান হবে বৃত্তের-
(a) পরিধিতে
(b) কেন্দ্র ওপরিধির মধ্যস্থানে
(c) কেন্দ্রে
(d) ভিন্ন জ্যায়ে
Ans. c
1733. দুইটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে অপর সংখ্যাটি কত?
(a) ৯৮
(b) ৯৪
(c) ৮০
(d) ৫৬
Ans. a
1734. কোনো ভাগ অংকে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ০ হলে ভাজ্য কত?
(a) ১৮০০
(b) ১৯০০
(c) ১৯৫০
(d) ২১৫০
Ans. c
1735. ৬ জন লোক ২১ দিনে কোনো জমির ফসল কাটতে পারে। ১৮ জন লোক ঐ কাজ কত দিনে করতে পারে?
(a) ১১ দিন
(b) ৯ দিন
(c) ৭ দিন
(d) ৬ দিন
Ans. c
1736. রস্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?
(a) বিপরীত বাহু সমান
(b) বিপবীত বাহু সমান্তরাল
(c) বিপরীত কোণ সমান
(d) উপরের সবগুলো
Ans. c
1737. ৫% হারে সরল সুদে ৫০০ টাকার ৫ বছরে সুদ কত হবে?
(a) ১০০ টাকা
(b) ১২৫ টাকা
(c) ১৫০ টাকা
(d) ৭৫ টাকা
Ans. b
1738. a+b=4 এবং ab=5 হলে (a-b)²=?
(a) -2
(b) 2
(c) -4
(d) 4
Ans. c
1739. .০১×.০২= কত?
(a) .০০২
(b) .০০০২
(c) .০০১২
(d) .০২
Ans. b
1740. বৃত্তের পরিধি=?
(a) ২r
(b) ২Πr
(c) ২r²
(d) r²
Ans. b
1741. ১ সমকোণ = কত ডিগ্রী?
(a) ৯০
(b) ৭৫
(c) ১২০
(d) ৮০
Ans. a
1742. 2x² - x -15 –এর উৎপাদক হবে -
(a) (x + 6)(x – 5)
(b) (x – 5)(x – 6)
(c) (2x + 5)(x – 3)
(d) (x + 3)(2x – 5)
Ans. c
1743. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(a) ৬৪ বর্গমিটার
(b) ১৯২ বর্গমিটার
(c) ৬৪ বর্গমিটার
(d) ৩২ বর্গমিটার
Ans. a
1744. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
(a) ২২
(b) ৩
(c) ২৫
(d) প্রায় ৫
Ans. a
1745. (2 + x) + 3 = 3(x + 2) হলে x এর মান কত?
(a) - 1 2
(b) 1 2
(c) 1 3
(d) 2 3
Ans. a
1746. a m . a n = a m=n কখন হবে?
(a) m ও n ধনাত্মক হলে
(b) m ধনাত্মক হলে
(c) n ধনাত্মক হলে
(d) m ধনাত্মক ও n ঋনাত্মক হলে
Ans. a
1747. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টি গড় ৫২ এবং শেষের ৫টি গড় ৩৮। ৫ম পদটি কত?
(a) ৬৪
(b) ৬০
(c) ৬২
(d) ৫০
Ans. a
1748. ত্রিভূজের একটি কোণ-এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভূজটি হবে-
(a) সমকোণী
(b) স্থূলকোণী
(c) সমবাহু
(d) সূক্ষকোণী
Ans. a
1749. a + b + c = 0 হলে a 3 + b 3 + c 3 এর মান কত?
(a) 3abc
(b) abc
(c) 9abc
(d) 6abc
Ans. a
1750. শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২০১ টাকা?
(a) ১৫%
(b) ১৩%
(c) ১৪%
(d) ১০%
Ans. c