Subject General Knowledge
601. এনরন (ENRON) কী?
(a) একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
(b) একটি ওষুধের নাম
(c) এক প্রকার রোগ জীবাণু
(d) পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
Ans. d
602. WTO এর সদর দপ্তর কোথায়?
(a) ওয়াশিংটন ডিসি
(b) নিউইয়র্ক
(c) ভিয়েনা
(d) জেনেভা
Ans. d
603. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ-
(a) যুরী গ্যাগারিন, রাশিয়া
(b) জন গ্লেন, যুক্তরাষ্ট্র
(c) রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
(d) নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
Ans. d
604. 'SAPTA' stands for
(a) South Asian Preferential Trade Arrangement
(b) South Asian Preferential Trade Arrangement
(c) South Asian Preferential Trade Association
(d) South Asian Pacific Trade Agreement
Ans. a
605. The Asian Drama- গ্রন্থের রচয়িতা কে?
(a) অমর্ত্য সেন
(b) গুনার মিরডাল
(c) মাইকেল লিফটন
(d) উইলিয়াম রস্টো
Ans. b
606. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
(a) বুদাপেস্ট
(b) প্রাগ
(c) এথেন্স
(d) তিরানা
Ans. d
607. IFC বলতে কী বুঝায়?
(a) ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
(b) ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটাল
(c) ইন্টারন্যাশনাল ফুড করপোরেশন
(d) এগুলোর কোনটিই না
Ans. a
608. Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৬০ সালে
(b) ১৯৬২ সালে
(c) ১৯৬৩ সালে
(d) ১৯৬৪ সালে
Ans. c
609. মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
(a) অস্ট্রিয়া
(b) গ্রিস
(c) সুইডেন
(d) ইতালি
Ans. d
610. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
(a) ওসলো
(b) রোম
(c) ভেনিস
(d) এথেন্স
Ans. b
611. ‘বাবেল মান্দেব’- কী শব্দ?
(a) ফারসি
(b) উর্দু
(c) আরবি
(d) ইংরেজি
Ans. c
612. “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒ এটি কার উক্তি?
(a) সালজার
(b) ফ্রাঙ্ক
(c) হিটলার
(d) মুসোলিনী
Ans. c
613. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
(a) হোয়াংহো
(b) ইয়াংসিকিয়াং
(c) গংগা
(d) সিন্ধু
Ans. b
614. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
(a) এফ এম মার্কস
(b) ম্যাকস ওয়েবার
(c) রবার্ট প্রেসথাস
(d) কার্ল মার্কস
Ans. b
615. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
(a) অরুন্ধতি রায়
(b) সালমান রুশদী
(c) ভি এস নাইপল
(d) হোসে সারামাগো
Ans. d
616. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
(a) ১ জানুয়ারি, ১৯৯৯
(b) ১ জুলাই, ১৯৯৯
(c) ১ মার্চ, ২০০০
(d) ১ জুলাই, ২০০০
Ans. a
617. What is meant by Robi crops ?
(a) Summer crops
(b) Winter crops
(c) Springs crops
(d) Monsoon crops
(e) None of these
Ans. b
618. The use of Internet began in:
(a) 1987
(b) 1969
(c) 1971
(d) 1975
(e) None of these
Ans. b
619. Who was the author of Meghdut?
(a) Balmiki
(b) Shamsur Rahman
(c) Kalidas
(d) Madhusudan Dutta
(e) None of these
Ans. c
620. Every molecule of water contains ___ Oxygen and ___ Hydrogen.
(a) 2,1
(b) 1,2
(c) 3,4
(d) 2,2
(e) None of these
Ans. b
621. The 2008 Summer Olympics were held in ___.
(a) China
(b) Germany
(c) Russia
(d) Japan
(e) None of these
Ans. a
622. Reutes is a:
(a) Club
(b) T.V Station
(c) Magazine
(d) News agency
(e) None of these
Ans. d
623. Basra lies in:
(a) Japan
(b) China
(c) Iraq
(d) Iran
(e) None of these
Ans. c
624. “The Harry potter books” have been written by ___.
(a) Jk Rowling
(b) PD james
(c) H G Wales
(d) Shakespeare
(e) None of these
Ans. a
625. Inflation rate in Bangladesh is expected to be over --- at present.
(a) 3%
(b) 5%
(c) 6%
(d) 7%
(e) None of these
Ans. e