Subject General Knowledge
1276. ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের মাসকট-এর নাম কি হবে?
(a) ফুলেকো
(b) টাইগার
(c) ফুটবল
(d) ফুবমাস
Ans. a
1277. জাপানের পার্লামেন্টের নাম-
(a) নেসেট
(b) ডায়েট
(c) কংগ্রেস
(d) লোকসভা
Ans. b
1278. পৃথিবীর বৃহত্তম দ্বীপ
(a) মাদাগাস্কার
(b) সুমাত্রা
(c) ওকিনাওয়া
(d) গ্রিনল্যান্ড
Ans. d
1279. ‘ডলার’ কোন দেশের মুদ্রা নয়?
(a) কর্ডোভা
(b) বার্বাডোজ
(c) গায়না
(d) জ্যামাইকা
Ans. c
1280. ‘Booker prize’ দেয়া হয়-
(a) বিজ্ঞানের জন্য
(b) সাহিত্যের জন্য
(c) দর্শনের জন্য
(d) চিত্রকলার জন্য
Ans. b
1281. What is SARS?
(a) One kind of pneumonia
(b) Yellow fever (kalazar)
(c) One kind of Influenza
(d) Bird Flue
Ans. d
1282. To whom the constitution of Bangladesh has given the responsibility about the fulfillment of basic rights of people?
(a) Session Judge
(b) High Court
(c) Supreme Court
(d) Appellate Division
Ans. c
1283. The saltiest sea is -
(a) Arabian sea
(b) Mediterranean sea
(c) Red sea
(d) Dead sea
Ans. d
1284. ‘Land of Midnight Sun’ is the name given to -
(a) Norway
(b) Sweden
(c) Denmark
(d) Dublin
Ans. a
1285. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
(a) ৫১৩৮ কি.মি
(b) ৪৩৭১ কি.মি.
(c) ৪১৫৬ কি.মি
(d) ৩৯৭৮ কি.মি
Ans. c
1286. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
(a) ১১.২ কি.মি
(b) ১২.২ কি.মি
(c) ১১.৮ কি.মি
(d) ১২.৮ কি.মি
Ans. c
1287. সুন্দরবন বাঘ গণনায় ব্যবহৃত হয়-
(a) পাগ-মার্ক
(b) ফুটমার্ক
(c) GIS
(d) কোয়ার্ডবেট
Ans. a
1288. ২০০৪ সালে ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়-
(a) ১০০-২০০ কি.মি
(b) ৩০০-৪০০ কি.মি
(c) ৭০০-৮০০ কি.মি
(d) ৯০০-১০০০ কি.মি
Ans. c
1289. ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(a) ঢাকায়
(b) খুলনায়
(c) নারায়নগঞ্জ
(d) চাঁদপুরে
Ans. d
1290. সমুদ্রপৃষ্ঠ ৪৫ cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugec হবে?
(a) ৩ কোটি
(b) ৩.৫ কোটি
(c) ৪ কোটি
(d) ৪.৫ কোটি
Ans. a
1291. Which of the following countries is an observer of WTO?
(a) Russia
(b) Senegal
(c) Luxembourg
(d) Sudan
Ans. d
1292. The current per capital income of Bangladesh is:
(a) US$ 1230
(b) US$ 1044
(c) US$ 1190
(d) US$ 1390
Ans. c
1293. The Secretariat of the SAARC Food Bank is located in _____.
(a) Bhutan
(b) Nepal
(c) India
(d) Bangladesh
Ans. c
1294. Nasdaq is the name of a
(a) Stock Market in the USA
(b) Stock Market in the UK
(c) Stock Market in Germany
(d) Superstore in the UK
Ans. a
1295. The ‘Silk Road’ in the ancient period means
(a) Linking China with the West
(b) Linking Japan with the West
(c) Linking India with the West
(d) Linking Indonesia with the West
Ans. a
1296. ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(a) রোম
(b) প্যারিস
(c) জেনেভা
(d) ব্রাসেলস
(e) কোনটিই নয়
Ans. d
1297. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
(a) তিস্তা
(b) গড়াই
(c) কপোতাক্ষ
(d) করতোয়া
(e) কোনটিই নয়
Ans. b
1298. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
(a) ৫
(b) ১০
(c) ১৫
(d) ১৮
(e) কোনটিই নয়
Ans. c
1299. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
(a) গণভবন
(b) রাষ্ট্রপতির ভবন
(c) বঙ্গভবন
(d) ইডেন ভবন
(e) কোনটিই নয়
Ans. c
1300. ‘লাইন অভ কন্ট্রোল’ কোন দুটি রাস্ট্রের সীমান্তরেখা চিহ্নিত করে?
(a) ইসরাইল ও জর্ডান
(b) ভারত ও পাকিস্তান
(c) চীন ও তাইওয়ান
(d) চীন ও জাপান
(e) কোনটিই নয়
Ans. b