Subject General Knowledge
1351. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কি?
(a) উচ্চভূমি
(b) মুক্তভূমি
(c) যুক্তভূমি
(d) নিম্নভূমি
Ans. b
1352. ডিজনিল্যান্ড কি?
(a) বিখ্যাত কার্টুন সিরিয়াল
(b) বিখ্যাত দ্বীপ
(c) বিখ্যাত পার্ক
(d) বিখ্যাত সমুদ্র সৈকত
Ans. a
1353. Kyat কোন দেশের মুদ্রার নাম?
(a) থাইল্যান্ড
(b) মায়ানমার
(c) ভিয়েতনাম
(d) লাওস
Ans. b
1354. আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত?
(a) সুইজারল্যান্ড
(b) নেদারল্যান্ড
(c) ইতালি
(d) অস্টিয়া
Ans. b
1355. নিম্নের কোনটি ‘বেটন উডস’ ইনস্টিটিউশন?
(a) বিশ্বব্যাংক ও আইএমএফ
(b) ডব্লিউ. টি. ও
(c) জাতিসংঘ
(d) এডিবি
Ans. a
1356. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারন করা হয়েছে কোন সাল পর্যন্ত?
(a) ২০১০
(b) ২০১৫
(c) ২০২০
(d) ২০২৫
Ans. b
1357. জুলিয়াস সিজার কে ছিলেন?
(a) চীনের বিজ্ঞানী
(b) রোমের সম্রাট
(c) গ্রিসের সম্রাট
(d) পারস্যের সেনাপতি
Ans. b
1358. SAPTA অর্থ কি?
(a) SAARC Preferential Trading Arrangement.
(b) South Asian Preferential Trading Agreement
(c) South Asian Preferential Tariff Agreement
(d) South Asian Preferment Tariff Agreement
Ans. b
1359. ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
(a) রাশিয়া
(b) ইংল্যান্ড
(c) যুক্তরাষ্ট্র
(d) গ্রিস
Ans. b
1360. ‘হ্যারি পটার’ কি?
(a) এক জাতীয় পাত্র
(b) সাম্প্রতিক কালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
(c) একজাতীয় গুচ্ছবোমা
(d) এক ধানের খেলনা
Ans. b
1361. অতি সাম্প্রতিক সময়ে নেপালে সংঘটিত ভূমিকম্পের উৎপত্তিস্থল কোনটি?
(a) গোরখা
(b) পোখারা
(c) কাঠমুন্ডু
(d) ভক্তপুর
Ans. b
1362. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হলেন -
(a) সচিব
(b) মাননীয় প্রতিমন্ত্রী
(c) মাননীয় মন্ত্রী
(d) মহাপরিচালক, বিআরডিবি
Ans. a
1363. Food and Agricultural organization - এর বাংলা অনুবাদ কোনটি?
(a) খাদ্য ও কৃষি সংস্থা
(b) বিশ্বখাদ্য ও কৃষি সংস্থা
(c) বিশ্বখাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা
(d) খাদ্যবিষয়ক এবং কৃষিবিষয়ক সংস্থা
Ans. a
1364. সার্ক ফোয়ারার ভাষ্কর কে?
(a) রাশা
(b) মৃণাল হক
(c) নিতুন কুণ্ডু
(d) হামিদুর রহমান
Ans. c
1365. এভারেষ্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কে?
(a) নিশাত মজুমদার
(b) ওয়াশুফিয়া
(c) মেহের আফরোজ শাওন
(d) নাজনিন আক্তার
Ans. a
1366. কেওক্রাংডং পাহাড় কোথায় অবস্থিত?
(a) খাগড়াছড়ি
(b) বান্দরবান
(c) সিলেট
(d) হবিগঞ্জ
Ans. b
1367. The abbreviation of VSAT is
(a) Very Small Apparatus Terminal
(b) Very Soft Apparatus Tunnel
(c) Vital Satellite Altitude Tester
(d) Vial and Small Apparatus Tester
Ans. a
1368. Point of sale (POS) machine is widely used the
(a) Tellers
(b) Merchants
(c) Government
(d) Central Bank
Ans. b
1369. মুজিব নগর স্মৃতিসৌধের স্থপতি -
(a) মইনুল হোসেন
(b) তানভীর কবির
(c) এফ, আর, খান
(d) মৃণাল হক
Ans. b
1370. ‘পূণ্যে মতি হোক’ বাক্যে ‘পূণ্যে’ কোন পদরূপে ব্যবহৃত হয়?
(a) বিশেষ্যরূপে
(b) বিশেষণরূপে
(c) বিশেষণের বিশেষণরূপে
(d) সর্বনামরূপে
Ans. a
1371. সমাস ভাষাকে -
(a) বিস্তৃত করে
(b) সংক্ষেপ
(c) অর্থবোধক করে
(d) ভাষারূপ ক্ষুন্ন করে
Ans. b
1372. Which street is famous for newspapers?
(a) Wall Street
(b) Broadway
(c) Downing Street
(d) Fleet Street
Ans. d
1373. The book “Das Kapital” was written by _____.
(a) William Shakespear
(b) Charles Dickens
(c) Karl Marx
(d) g. B. Shaw
Ans. c
1374. BIMSTEC Stands for _____
(a) Bay of Bengal Initiatives for Multi Sectoral Technical and Economics and Cooperation
(b) Bangladesh, India, Malaysia, Singapore, Thailand Economic Cooperation
(c) Bangladesh, India, Myanmar, Singapore, Thailand Economic Cooperation
(d) Bay of Bengal integration for Multi-cultural Scientific, Technical and Eco-friendly Center
Ans. a
1375. The second Nobel laureate in Asia was _____
(a) Rabindranath Tagore
(b) S. Chandrashekhar
(c) Amartya Sen
(d) C. V. Raman
Ans. d