Subject Mathematics | |||
---|---|---|---|
2276. একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ? | |||
১৬ | |||
৪ | |||
৮ | |||
২ | |||
Ans. | |||
2277. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি. মি. ও ৬ কি.মি। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবের- | |||
১০ ঘন্টা | |||
৫ ঘন্টা | |||
৬ ঘন্টা | |||
৮ ঘন্টা | |||
Ans. | |||
2278. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? | |||
৪৫% | |||
৪৮.৫০% | |||
৫২.৭৫% | |||
৫৬.২৫% | |||
Ans. | |||
2279. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ৩০ ডিগ্রী কোন উৎপন্ন করে। খুঁটিটি কত উচুঁতে ভেঙ্গেছিল? | |||
১৪ মিটার | |||
১৬ মিটার | |||
১৮ মিটার | |||
২০ মিটার | |||
Ans. | |||
2280. কোন স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনটিই পছন্দ করে না। কত জন দুটোই পছন্দ করে? | |||
১৪ জন | |||
১৩ জন | |||
১১ জন | |||
১০ জন | |||
Ans. | |||
2281. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত হবে? | |||
৮১ | |||
৭২ | |||
৬৩ | |||
৫৪ | |||
Ans. | |||
2282. ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজ ১৫ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৫ দিন করার পর খ চলে গেল। বাকী কাজ ক একা কত দিনে করতে পারবে? | |||
২ দিনে | |||
১ দিনে | |||
১ দিনে | |||
১ দিনে | |||
Ans. | |||
2283. এক ঝুড়ি আম ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হলে ৫% লাভ হত। এক ঝুড়ি আমের দাম কত? | |||
৩৫০ টাকা | |||
২৫০ টাকা | |||
৩০০ টাকা | |||
২০০ টাকা | |||
Ans. | |||
2284. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুটির অনুপাত কত? | |||
৯:২ | |||
৪৫:১ | |||
৪৫০:১ | |||
৯:১ | |||
Ans. | |||
2285. একটি ছাত্রবাসের ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? | |||
৯ জন | |||
১৭ জন | |||
২০ জন | |||
২৪ জন | |||
Ans. | |||
2286. x + y = 7, xy = 10 হলে (x – y) ² এর মান কত? | |||
9 | |||
12 | |||
36 | |||
42 | |||
Ans. | |||
2287. কোন সংখ্যার অংশের সাথে ৩ যোগ করলে সংখ্যাটি অংশ হবে? | |||
২৪ | |||
১৮ | |||
৩৬ | |||
৪২ | |||
Ans. | |||
2288. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অঙ্ক কত হবে? | |||
৮ | |||
১২ | |||
১৮ | |||
১৪০ | |||
Ans. | |||
2289. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত? | |||
৬৪ | |||
৬০ | |||
৫০ | |||
৬২ | |||
Ans. | |||
2290. = কত? | |||
০.০০৯ | |||
০.০০০৯ | |||
০.০০০০৯ | |||
০.০০০০০৯ | |||
Ans. | |||
2291. F(x) = + - 1 হলে, নিচের কোনটি সঠিক? | |||
f(0) = ∞ | |||
f(1) = -1 | |||
f(1) = 0 | |||
f(-1) = -1 | |||
Ans. | |||
2292. দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার দশকের অংকের সাথে ৩ যোগ করলে এবং এককের অংক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিনগুণ হয়। সংখ্যাটি কত? | |||
১২ | |||
১৪ | |||
২৪ | |||
২৮ | |||
Ans. | |||
2293. m - = 2 হলে, m4 - = কত? | |||
৩৪ | |||
৩২ | |||
৩১ | |||
৩০ | |||
Ans. | |||
2294. একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত? | |||
৯ | |||
৫০ | |||
৮০ | |||
৪০ | |||
Ans. | |||
2295. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছর সুদ-আসলে ৪৭৬ টাকা হবে? | |||
৪% | |||
৪.৫% | |||
৫% | |||
৫.৫% | |||
Ans. | |||
2296. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? | |||
৫০ | |||
৬০ | |||
৭৫ | |||
৮০ | |||
Ans. | |||
2297. একটি মাঠের আরও ১০ মিটার হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হত। মাঠটির প্রস্থ কত মিটার? | |||
৮৫ | |||
১০০ | |||
৯০ | |||
১০৫ | |||
Ans. | |||
2298. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল? | |||
৪০ | |||
৪৮ | |||
৫০ | |||
৬০ | |||
Ans. | |||
2299. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা গিয়েছে? | |||
৫০০ জন | |||
৪০০ জন | |||
৫৬০ জন | |||
৭৬০ জন | |||
Ans. | |||
2300. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে? | |||
২ : ২ | |||
৭ : ৩ | |||
৩১ : ১৬ | |||
৭ : ২ | |||
Ans. |
Total Question : | 25 |
Total Hit : | 0 |
Correct : | 0 |
Wrong/Cheat : | 0 |