Subject Mathematics
2276. একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
১৬
Ans.
2277. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি. মি. ও ৬ কি.মি। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবের-
১০ ঘন্টা
৫ ঘন্টা
৬ ঘন্টা
৮ ঘন্টা
Ans.
2278. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৪৫%
৪৮.৫০%
৫২.৭৫%
৫৬.২৫%
Ans.
2279. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ৩০ ডিগ্রী কোন উৎপন্ন করে। খুঁটিটি কত উচুঁতে ভেঙ্গেছিল?
১৪ মিটার
১৬ মিটার
১৮ মিটার
২০ মিটার
Ans.
2280. কোন স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনটিই পছন্দ করে না। কত জন দুটোই পছন্দ করে?
১৪ জন
১৩ জন
১১ জন
১০ জন
Ans.
2281. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত হবে?
৮১
৭২
৬৩
৫৪
Ans.
2282. ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজ ১৫ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৫ দিন করার পর খ চলে গেল। বাকী কাজ ক একা কত দিনে করতে পারবে?
২ দিনে
দিনে
দিনে
১ দিনে
Ans.
2283. এক ঝুড়ি আম ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হলে ৫% লাভ হত। এক ঝুড়ি আমের দাম কত?
৩৫০ টাকা
২৫০ টাকা
৩০০ টাকা
২০০ টাকা
Ans.
2284. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?
৯:২
৪৫:১
৪৫০:১
৯:১
Ans.
2285. একটি ছাত্রবাসের ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
৯ জন
১৭ জন
২০ জন
২৪ জন
Ans.
2286. x + y = 7, xy = 10 হলে (x – y) ² এর মান কত?
9
12
36
42
Ans.
2287. কোন সংখ্যার অংশের সাথে ৩ যোগ করলে সংখ্যাটি অংশ হবে?
২৪
১৮
৩৬
৪২
Ans.
2288. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অঙ্ক কত হবে?
১২
১৮
১৪০
Ans.
2289. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
৬৪
৬০
৫০
৬২
Ans.
2290. (০.০০৩) = কত?
০.০০৯
০.০০০৯
০.০০০০৯
০.০০০০০৯
Ans.
2291. F(x) = x 2 + 1 x - 1 - 1 হলে, নিচের কোনটি সঠিক?
f(0) = ∞
f(1) = -1
f(1) = 0
f(-1) = -1
Ans.
2292. দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার দশকের অংকের সাথে ৩ যোগ করলে এবং এককের অংক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিনগুণ হয়। সংখ্যাটি কত?
১২
১৪
২৪
২৮
Ans.
2293. m - 1 m = 2 হলে, m4 - 1 m 4 = কত?
৩৪
৩২
৩১
৩০
Ans.
2294. একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত?
৫০
৮০
৪০
Ans.
2295. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছর সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?
৪%
৪.৫%
৫%
৫.৫%
Ans.
2296. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
৫০
৬০
৭৫
৮০
Ans.
2297. একটি মাঠের আরও ১০ মিটার হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হত। মাঠটির প্রস্থ কত মিটার?
৮৫
১০০
৯০
১০৫
Ans.
2298. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
৪০
৪৮
৫০
৬০
Ans.
2299. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা গিয়েছে?
৫০০ জন
৪০০ জন
৫৬০ জন
৭৬০ জন
Ans.
2300. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে?
২ : ২
৭ : ৩
৩১ : ১৬
৭ : ২
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0