Subject Bengali
1001. কাজী নজরুলের “চল চল চল” কবিতাটির কোন কাব্য গ্রন্থের অর্ন্তগত?
(a) সিন্ধু হিন্দোল
(b) দোলন চাঁপা
(c) সন্ধ্যা
(d) ফনিমনসা
(e) কোনটিই নয়
Ans. c
1002. “বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান” কার রচনা?
(a) কাজী নজরুল ইসলাম
(b) জসীম উদদীন
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) প্রমথ চৌধুরী
(e) কোনটিই নয়
Ans. c
1003. রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শত বার্ষিকী হবে? (২০১৩ সালের পর)
(a) ২০৩১
(b) ২০৫১
(c) ২০৬১
(d) ২১৬১
(e) কোনটিই নয়
Ans. c
1004. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
(a) ১৭
(b) ১৮
(c) ২০
(d) ২১
(e) কোনটিই নয়
Ans. d
1005. “সংগীত” এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
(a) সং + গীত
(b) সং + গিত
(c) সম + গীত
(d) সম + গিত
(e) সু + গীত
Ans. c
1006. “বাঘের মাসি” বাগধারাটির অর্থ কি?
(a) ভয়াতুর
(b) ধনী ব্যাক্তি
(c) গরীর মানুষ
(d) আরাম প্রিয় ব্যাক্তি
(e) নির্ভীক
Ans. a
1007. “দ্যা লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা কে?
(a) রফিকুল ইসলাম
(b) রশীদ করিম
(c) কর্নেল সিদ্দিক মালিক
(d) মেজর জেনারেল খুশওয়ান্ত সিং
(e) মেজর জেনারেল ভাস্কর সিং
Ans. d
1008. নিচের কোন বানানটে অশুদ্ধ?
(a) ব্রাহ্মন
(b) মনকষ্ট
(c) দারিদ্র
(d) সমীচীন
(e) ব্যতীত
Ans. b
1009. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(a) বিধি লঙ্ঘন হয়েছে
(b) যক্তি খন্ডিতো হয়েছে কিন্তু মক্তি মেলেনি
(c) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান
(d) আমি আর দ্বিতীয়টি দেখিনি
(e) অমাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়
Ans. c
1010. “সঞ্চয়িতা” কোন কবির কাব্য সংকলন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) কাজী নজরুল ইসলাম
(d) জসীম উদ্দিন
(e) শহীদুল্লাহ
Ans. a
1011. “অলীক” শব্দটির বিপরীত অর্থ কী?
(a) অলৌকিক
(b) লৌকিক
(c) বাস্তব
(d) অবাব
(e) অসাড়
Ans. c
1012. “বচন” কোন বিষয়ের ধারণা বোঝায়?
(a) সংখ্যা
(b) গণনা
(c) ক্রম
(d) পরিমাণ
(e) আলাপ
Ans. a
1013. “অপলাপ” শব্দটির অর্থ কি?
(a) অস্বীকার
(b) মিথ্যা
(c) প্রলাপ
(d) অসদালাপ
(e) অসত্য
Ans. a
1014. আইন –ই-আকরবী কার লেখা গ্রন্থ?
(a) ফেরদৌসী
(b) গালিব
(c) আবুল ফজল
(d) সৈয়দ হামজা
(e) আলাওল
Ans. c
1015. লোকসাহিত্য কাকে বলে?
(a) গ্রামীন নরনারীর প্রণয় সংবলিত উপাক্যানকে
(b) লোক সাধারণের কল্যাণ স্তুতিমূলক রচনাকে
(c) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
(d) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
(e) ধর্মীয় উপাখ্যানকে
Ans. c
1016. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?
(a) ঢাকা বিশ্ববিদ্যালয়
(b) বাংলা একাডেমী
(c) এশিয়াটিক সোসাইটি
(d) নজরুল ইনস্টিটিউট
(e) শিল্পকলা একাডেমী
Ans. b
1017. কোনটি হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনীগ্রন্থ?
(a) মরুমায়া
(b) মরু ভাস্কর
(c) মরুতীর্থ
(d) মরুকুসুম
(e) মরুদুলাল
Ans. b
1018. কোন বাঙ্গালী নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?
(a) মাইকেল মধুসূদন দত্ত
(b) দীনবন্ধু মিত্র
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) গিরিশচন্দ্র ঘোষ
(e) প্যারীচাঁদ মিত্র
Ans. a
1019. তিনটি বছর – এখানে তিনটি কোন পদ?
(a) বিশেষণ
(b) বিশেষ্য
(c) অব্যয়
(d) ক্রিয়া
(e) সর্বনাম
Ans. a
1020. ‘দহন’ শব্দের বিশেষণ কোনটি?
(a) দাহ্য
(b) দগ্ধ
(c) দহনকারী
(d) দহনীয়
(e) বিদগ্ধ
Ans. a
1021. ইচ্ছা শব্দের বিশেষণ নির্দেশ কর -
(a) ইচ্ছাময়
(b) ঐচ্ছিক
(c) ইচ্ছুক
(d) অনিচ্ছা
(e) ইচ্ছাধীন
Ans. b
1022. সুন্দর মাত্রেরই একটা আকর্ষন শক্তি আছে – এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
(a) বিশেষ্য
(b) বিশেষণ
(c) বিশেষ্যের বিশেষণ
(d) বিশেষণের বিশেষণ
(e) ক্রিয়া বিশেষণ
Ans. c
1023. কোনটি ‘কন্যা’ শব্দের অর্থ নয়?
(a) তনয়া
(b) অলক
(c) নন্দিনী
(d) আত্মজা
(e) দুহিতা
Ans. b
1024. ‘নির্বন্ধ’ ও ‘প্রথিত’ শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে
(a) বিধান, বিখ্যাত
(b) আগ্রহ, প্রথা অনুসারে
(c) নিবিড়, পার্থিব
(d) উপযোগ, প্রার্থনা
(e) আইন, উপযোগী
Ans. a
1025. কোন প্রবচনটি উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত?
(a) কারো পৌষমাস, কারও সর্বনাশ
(b) চাল না চুলো, ঢেঁকী না কুলো
(c) সাপও মরে লাঠিও না ভাঙ্গে
(d) বোঝার উপর শাকের আটি
(e) ছাই ফেলতে ভাঙ্গা কুলো
Ans. c