Subject Bengali
1226. সমাস বাক্যকে –
(a) সংকোচন করে
(b) সংক্ষেপ করে
(c) অর্থবোধক করে
(d) বিস্তৃত করে
Ans. b
1227. ‘বনফুল’ কার ছদ্মনাম?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) বলাইচন্দ্র মুখোপাধ্যায়
(c) বুদ্ধদেব বসু
(d) কাজী নজরুল ইসলাম
Ans. b
1228. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
(a) বৌ ঠাকুরারী হাট
(b) মালঞ্চ
(c) মৃণালিনী
(d) দুইবোন
Ans. c
1229. ‘কথোপকথন’ গ্রন্থটি কার রচনা?
(a) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(b) উইলিয়ম কেরি
(c) রাজা রাজমোহন বায়
(d) পঞ্চানন কর্মকার
Ans. b
1230. কবি আলাওলের প্রথম রচনা-
(a) সপ্ত পয়কর
(b) পদ্মবতী
(c) সায়ফুল মুলুক বদিউজ্জামাল
(d) ওলেবাকোওলী
Ans. b
1231. চৈতন্যদেব ছিলেন -
(a) বৈষ্ণব ধর্মের প্রচারক
(b) পদাবলীর রচয়িতা
(c) ব্রজবুলি ভাষার প্রবর্তক
(d) সঙ্গীতজ্ঞ
Ans. a
1232. কোনটি বেগম রোকেয়ার রচনা?
(a) পদ্মরাগ
(b) নারী
(c) মাটির কান্না
(d) অমরাবতী
Ans. a
1233. কোন জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনী?
(a) রকশী কাঁথার মাঠ
(b) যে দেশে মানুষ বড়
(c) পদ্মরাগ
(d) ঠাকুর বাড়ির আঙ্গিনায়
Ans. b
1234. ‘আধেক’ কথাটির শিষ্টরূপ কি?
(a) অর্ধেক
(b) আবখানা
(c) অধুনা
(d) অর্ধ
Ans. a
1235. নিচের কোন শব্দটি ‘কপাল’ এর সমার্থক?
(a) কপোল
(b) ললাট
(c) মস্তক
(d) কাপলিক
Ans. b
1236. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
(a) গ্রহ
(b) উপগ্রহ
(c) তারা
(d) চন্দ্রগ্রহণ
Ans. b
1237. ‘ধুম্র’ শব্দটি নিচের কোন শ্রেণীভুক্ত?
(a) অর্ধ তৎসম
(b) দেশী
(c) তদ্ভব
(d) তৎসম
Ans. d
1238. আল মাহমুদের কাব্য কোনটি?
(a) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
(b) লোক লোকান্তর
(c) তিমিরাস্তক
(d) সূর্য অন্যতর
Ans. b
1239. ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে?
(a) ইব্রাহীম খাঁ
(b) নুরুল মোমেন
(c) আসকার ইবনে শাইখ
(d) মুনির চৌধুরী
Ans. b
1240. জসীমউদ্দিনের কাব্য কোনটি?
(a) মা যে জননী কান্দে
(b) ময়নামতির চর
(c) রস কদস্ব
(d) বনতলসী
Ans. a
1241. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
(a) বেলা শেষের গান
(b) নিশান্তিকা
(c) হেমন্ত গধুলী
(d) পুবের হওয়া
Ans. d
1242. ‘তন্বী’ কাব্যের কবি কে?
(a) প্রেমেন্দ্র মিত্র
(b) বুদ্ধ দেব বসু
(c) সুধীন্দ্রনাথ দত্ত
(d) বিষ্ণুদে
Ans. c
1243. কোনটি বরীন্দ্রনাথের ঠাকুরের উপন্যাস?
(a) রজনী
(b) ঘরে-বাইরে
(c) শেষ প্রশ্ন
(d) অপরাজিত
Ans. b
1244. কোন গ্রন্থটি মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
(a) বত্রিশ সিংহাসন
(b) প্রতাপাদিত্য চরিত্র
(c) পুরুষ পরীক্ষা
(d) মহারাজ কৃষ্ণচন্দ্র বায়স্য চরিত্রং
Ans. a
1245. ‘সই কেবা শুনাইল শ্যাসনাম’ পদটি কোন বৈষ্ণব কবির রচনা?
(a) জ্ঞানাদাস
(b) গোবিন্দদাস
(c) দ্বিজ চন্ডিদাস
(d) বলরাম দাস
Ans. b
1246. চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
(a) কৃষ্ণদাস কবিরাজ
(b) জয়ান্দ
(c) বৃন্দাবন দাস সেন
(d) কবি কর্ণপুর পরামানন্দ
Ans. a
1247. ‘নবীবংশ’ কোন কবির রচনা?
(a) শাহ মুহাম্মদ সগীর
(b) সৈদয় সুলতান
(c) মুহাম্মদ খান
(d) শৈখ পরান
Ans. b
1248. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
(a) কবীন্দ্র পরমেশ্বর
(b) কাশীরাম দাস
(c) শ্রীকরণ নন্দী
(d) সঞ্জয়
Ans. b
1249. ‘রাজপুত্র’ কোন সমাসের উদাহরণ?
(a) তৎপুরুর
(b) বুহুব্রীহি
(c) কর্মধরায়
(d) দ্বন্দ্ব
Ans. a
1250. ‘কলম’ শব্দটি কোনভাষা থেকে গৃহীত?
(a) সংস্কৃত
(b) আরবি
(c) ফরাসি
(d) তুর্কি
Ans. b