Subject Science
226. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
(a) শূন্যতায়
(b) লোহা
(c) পানি
(d) বাতাস
Ans. b
227. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
(a) নেফ্রেন
(b) নিউরন
(c) থাইমাস
(d) মাস্ট সেল
Ans. b
228. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক -
(a) কম হয়
(b) বেশি হয়
(c) টিক থাকে
(d) কোনটিই নয়
Ans. b
229. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
(a) ০ সেন্টিগ্রেড
(b) ১০ সেন্টিগ্রেড
(c) ৪ সেন্টিগ্রেড
(d) ১০০ সেন্টিগ্রেড
Ans. c
230. CNG - এর অর্থ -
(a) কার্বন মুক্ত নতুন পরিবেশ - বান্ধব তেল
(b) নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
(c) সীসা মুক্ত পেট্রোল
(d) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
Ans. d
231. What is the acceptable safe limit of Arsenic per liter of water?
(a) 0.01 mg
(b) 0.001 mg
(c) 0.05 mg
(d) 0.005 mg
(e) None of these
Ans. a
232. The virus of Swine Flu is named as -.
(a) La Gloria - I
(b) T4SW
(c) HINI
(d) Sw-NINI
(e) None of these
Ans. c
233. Find out the relationship: Odometer is to mileage as compass is to---
(a) Speed
(b) hiking
(c) needle
(d) direction
(e) None of these
Ans. d
234. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
(a) বেলে মাছ
(b) পালং শাক
(c) খাসির মাংস
(d) মুরগির মাংস
Ans. c
235. The densent of all the atmosphere layers is -----
(a) troposphere
(b) Stratosphere
(c) mesosphere
(d) ionosphere
Ans. a
236. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক
(a) আসলের সমান হবে
(b) আসলের চেয়ে বেশী হবে
(c) আসলের চেয়ে কম হবে
(d) আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
Ans. b
237. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন্ রং এর আলোর?
(a) লাল
(b) সবুজ
(c) নীল
(d) বেগুনি
Ans. d
238. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?
(a) শূণ্যতায়
(b) তরল পদার্থে
(c) বায়বীয় পদার্থে
(d) কঠিন পদার্থে
Ans. c
239. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
(a) প্রতিফলন
(b) প্রতিধ্বনি
(c) প্রতিসরণ
(d) প্রতিসরাঙ্ক
Ans. b
240. কোথায় সাতাঁর কাটা সহজ?
(a) পুকুরে
(b) বিলে
(c) নদীতে
(d) সাগরে
Ans. d
241. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
(a) সাদা
(b) কালো
(c) লাল
(d) ধূসর
Ans. b
242. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
(a) নাইট্রোজেন
(b) হিলিয়াম
(c) নিয়ন
(d) অক্সিজেন
Ans. a
243. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
(a) ২০৬
(b) ৩০৬
(c) ৪০৬
(d) ৫০৬
Ans. a
244. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
(a) পারদ
(b) ব্রোমিন
(c) ফ্লোরিন
(d) আয়োডিন
Ans. b
245. কোনটি চৌম্বক পদার্থ?
(a) পারদ
(b) বিসমাথ
(c) এ্যান্টিমনি
(d) কোবাল্ট
Ans. d
246. উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায় -
(a) অক্সিজেন কম
(b) ঠান্ডা বেশি
(c) বায়ুর চাপ বেশি
(d) বায়ুর চাপ কম
Ans. d
247. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
(a) উত্তল
(b) অবতল
(c) জুম
(d) সিলিনড্রিক্যাল
Ans. b
248. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
(a) আইনস্টাইন
(b) ওপেনহেমার
(c) অটোহ্যান
(d) রোজেনবার্গ
Ans. b
249. আকাশ নীল দেখায় কেন?
(a) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেমি বলে
(b) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
(c) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
(d) নীল আলোর প্রতিফলন বেশি বলে
Ans. c
250. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
(a) হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
(b) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
(c) হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা
(d) ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া
Ans. b