Subject Science
76. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
(a) হাইড্রোজেন সরবরাহ করে
(b) নাইট্রোজেন সরবরাহ করে
(c) অক্সিজেন সরবরাহ করে
(d) অক্সিজেন সরবরাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে
Ans. d
77. গ্রীনহাউস ইফেষ্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?
(a) বৃষ্টিপাত কমে যাবে
(b) নিম্নভূমি নিমজ্জিত হবে
(c) উত্তাপ অনেক বেড়ে যাবে
(d) সাইক্লোনের প্রবণতা বাড়বে
Ans. b
78. সংকর ধাতু পিতলের উপাদান ?
(a) তামা ও টিন
(b) তামা ও দস্তা
(c) তামা ও নিকেল
(d) তামা ও সিসা
Ans. b
79. বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
(a) কম হয়
(b) খুব কম হয়
(c) একই হয়
(d) বেশী হয়
Ans. c
80. রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মিটি বের হয় ?
(a) গামা রশ্মি
(b) বিটা রশ্মি
(c) কসমিক রশ্মি
(d) রঞ্জন রশ্মি
Ans. a
81. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?
(a) ফিটকিরি
(b) চুন
(c) সেভিং সোপ
(d) কস্টিক সোডা
Ans. a
82. সুনামির (Tsumami) কারণ হলো-
(a) আগ্নেয়গিরির অগ্যুৎপাত
(b) ঘূর্ণিঝড়
(c) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
(d) সমুদ্র তলদেশের ভূমিকম্প
Ans. d
83. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
(a) কৃএিম সার প্রয়োগ
(b) পানি সেচ
(c) জমিতে নাইট্রোজেন ধরে রাখা
(d) প্রাকৃতিক সার প্রয়োগ
Ans. b
84. নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
(a) পরামাণু শক্তি
(b) কয়লা
(c) পেট্রোল
(d) প্রাকৃতিক গ্যাস
Ans. a
85. ফিউশন প্রক্রিয়ায়-
(a) একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
(b) একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
(c) ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
(d) একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়
Ans. b
86. নিচের কোন উক্তিটি সঠিক ?
(a) বায়ু একটি যৌগিক পদার্থ
(b) বায়ু একটি মৌলিক পদার্থ
(c) বায়ু একটি মিশ্র পদার্থ
(d) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
Ans. c
87. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
(a) এটি হাল্কা ও দামে সস্তা
(b) এটি সব দেশেই পাওয়া যায়
(c) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
(d) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
Ans. c
88. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
(a) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) বিচ্ছুরণ
(d) পোলারায়ন
Ans. b
89. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
(a) ৭৫ ডি বি
(b) ৯০ ডি বি
(c) ১০৫ ডি বি
(d) ১২০ ডি বি
Ans. c
90. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারণ-
(a) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
(b) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
(c) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
(d) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
Ans. c
91. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
(a) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
(b) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
(c) পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
(d) পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়
Ans. b
92. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
(a) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
(b) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
(c) কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
(d) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
Ans. d
93. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
(a) সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
(b) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
(c) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা
(d) গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
Ans. b
94. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
(a) লাল-সবুজ-হলুদ-লাল সবুজ
(b) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
(c) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
(d) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
Ans. c
95. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
(a) সরকারি নির্দেশ
(b) দূর থেকে চোখে পড়বে বলে
(c) তাপ বিকিরণ থেকে বাচাঁর জন্য
(d) দেখতে সুন্দর লাগে
Ans. c
96. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
(a) বাষ্পীয় ইঞ্জিন
(b) অন্তর্দহন ইঞ্জিন
(c) স্টারলিং ইঞ্জিন
(d) রকেট ইঞ্জিন
Ans. d
97. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
(a) অফসেট মুদ্রন পদ্ধতিতে
(b) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
(c) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
(d) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
Ans. b
98. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল
(a) নাইট্রিক এসিড
(b) সালফিউরিক এসিড
(c) এমোনিয়াম ক্লোরাইড
(d) হাইড্রোক্লোরিক এসিড
Ans. b
99. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
(a) পেপসিন
(b) এমাইলেজ
(c) রেনিন
(d) ট্রিপসিন
Ans. c
100. কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
(a) শূন্যতায়
(b) কঠিন পদার্থে
(c) তরল পদার্থে
(d) বায়বীয় পদার্থে
Ans. d