Subject Science
126. সূর্যে শক্তি উৎপন্ন হয় -
(a) পরমাণু ফিশন পদ্ধতিতে
(b) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
(c) রাসায়নিক বিক্রিয়ার ফলে
(d) তেজস্ক্রিয়তার ফলে
Ans. a
127. ডেঙ্গু জ্বরের বাহক -
(a) এ্যানোফিলিস
(b) কিউলেক্স
(c) এডিস
(d) সকল ধরনের মশা
Ans. c
128. পেনিসিলিয়াম আবিস্কার করেন-
(a) রর্বাট হুক
(b) টমাস এডিসন
(c) আলেকজান্ডার ফ্লেমিং
(d) জেসম ওয়াট
Ans. c
129. গ্রীন হাউজের প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে -
(a) সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে
(b) বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
(c) নদ-নদীর পানি কমে যেতে পারে
(d) ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
Ans. a
130. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ -
(a) গাছগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করে
(b) গাছপালা O₂ ত্যাগ করে পরিবেশকে নির্মল করে রাখে ও জীবজগৎকে বাঁচায়
(c) দেশের অর্থনৈতিক উন্নয়নের কোন অবদান নেই
(d) ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
Ans. b
131. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
(a) ক্রনোমিটার
(b) ট্যাকোমিটার
(c) হাইগ্রোমিটার
(d) ওডোমিটার
Ans. b
132. নিউট্রন আবিষ্কার করেন-
(a) কিউরী
(b) রাদারফোর্ড
(c) চ্যাডউইক
(d) থমসন
Ans. c
133. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় , তাদের কী বলা হয়?
(a) আইসোটোপ
(b) আইসোটোন
(c) আইসোমার
(d) আইসোবার
Ans. b
134. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
(a) বায়ুমণ্ডলীয় প্রতিসরণ
(b) আলোর বিচ্ছুরণে
(c) অপাবর্তনে
(d) দৃষ্টিভ্রমে
Ans. a
135. লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায়?
(a) বেগুনি
(b) সবুজ
(c) হলুদ
(d) কালো
Ans. d
136. বৈদ্যুতিক বাল্ভের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
(a) সংকর ধাতু
(b) সীসা
(c) টাংস্টেন
(d) তামা
Ans. c
137. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
(a) ম্যাগনেসিয়াম
(b) ক্যালসিয়াম
(c) সোডিয়াম
(d) পটাসিয়াম
Ans. c
138. পরমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যাবহার করা হয়?
(a) সোডিয়াম
(b) পটাসিয়াম
(c) ম্যাগনেসিয়াম
(d) জিংক
Ans. a
139. পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
(a) লোহা
(b) সিলিকন
(c) পারদ
(d) তামা
Ans. a
140. পারমাণবিক চুল্লিতে কোন্ মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
(a) পেট্রোলিয়াম
(b) ইউরেনিয়াম-২৩৫
(c) অক্সিজেন
(d) হাইড্রোজেন
Ans. b
141. ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?
(a) বিদ্যুৎ
(b) তাপ
(c) চুম্বক
(d) কিছু হয় না
Ans. a
142. সুষম খাদ্যের উপাদান কয়টি?
(a) ৪ টি
(b) ৫ টি
(c) ৬ টি
(d) ৮ টি
Ans. c
143. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে? (সাল ২০০৯)
(a) যুক্তরাষ্ট্র
(b) ভারত
(c) জাপান
(d) নেপাল
Ans. d
144. গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
(a) উষ্ণতা থেকে রক্ষার জন্য
(b) অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
(c) আলো থেকে রক্ষার জন্য
(d) ঝর-বৃষ্টি থেকে রক্ষার জন্য
Ans. b
145. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
(a) আলিবার্ড হল
(b) এস্ট্রেলার হল
(c) ওয়েরী হল
(d) কসমস
Ans. a
146. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
(a) ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
(b) ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
(c) ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
(d) ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
Ans. a
147. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
(a) ৬ ঘণ্টা ১৩ মি.
(b) ৮ ঘণ্টা
(c) ১২ ঘণ্টা
(d) ১৩ ঘণ্টা ১৫ মি.
Ans. a
148. কোনটি বায়ুর উপাদান নহে?
(a) নাইট্রোজেন
(b) হাইড্রোজেন
(c) কার্বন
(d) ফসফরাস
Ans. d
149. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
(a) পায়খানা, প্রস্রাবখানায়
(b) গোসলখানায়
(c) পুকুরে
(d) নালায়
Ans. a
150. বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন্ ধাতুর তার ব্যাবহার করা হয়?
(a) তামা
(b) নাইক্রোম
(c) স্টেনিয়াম
(d) প্লাটিনাম
Ans. b