Subject Science
51. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
(a) পেট্রোলিয়াম
(b) কয়লা
(c) প্রাকৃতিক গ্যাস
(d) বায়োগ্যাস
Ans. d
52. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
(a) মহাকর্ষণ বলের জন্য
(b) মাধ্যাকর্ষণ বলের জন্য
(c) আমরা স্থির থাকার জন্য
(d) পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
Ans. b
53. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ -
(a) বিদ্যুৎ এর অপচয় কম হয়
(b) পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
(c) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
(d) প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
Ans. a
54. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসাবে রয়েছে -
(a) তামার দন্ড ও দস্তার পাত
(b) তামার পাত ও দস্তার পাত
(c) কার্বন দন্ড ও দস্তার কৌটা
(d) তামার দন্ড ও দস্তার কৌটা
Ans. c
55. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
(a) অয়ন বায়ু
(b) প্রত্যায়ন বায়ু
(c) মৌসুমী বায়ু
(d) নিয়ত বায়ু
Ans. d
56. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল, যা –
(a) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
(b) তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
(c) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
(d) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
Ans. d
57. মাছ অক্সিজেন নেয় -
(a) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
(b) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
(c) পটকার মধ্যে জমানো বাতাস হতে
(d) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
Ans. d
58. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল -
(a) লাল, হলুদ, সবুজ
(b) লাল, কমলা , বেগুণী
(c) হলুদ, সবুজ , নীল
(d) লাল, আসমানী, সবুজ
Ans. d
59. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে ?
(a) গজারিয়া
(b) গাজীপুর
(c) সাভার
(d) ভালুকা
Ans. a
60. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ?
(a) দস্তা
(b) সালফার
(c) নাইট্রোজেন
(d) পটাশিয়াম
Ans. b
61. সমুদ্র স্রোতের অন্যতম কারণ -
(a) সমুদ্রের ঘূর্ণিঝড়
(b) বায়ু প্রবাহের প্রভাব
(c) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
(d) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
Ans. b
62. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো -
(a) লেন্সের কাজ করে
(b) আতশী কাচের কাজ করে
(c) দর্পনের কাজ করে
(d) প্রিজমের কাজ করে
Ans. d
63. কাজ করার সামর্থ্যকে বলে -
(a) শক্তি
(b) ক্ষমতা
(c) কাজ
(d) বল
Ans. a
64. ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -
(a) লোহাকে টেস্পারিং করা হয়েছে
(b) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
(c) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
(d) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
Ans. d
65. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -
(a) কীটপতঙ্গের সাহায্যে
(b) ফুলে ফুলে সংস্পর্শে
(c) বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
(d) পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
Ans. c
66. ইউরিয়া সারের কাঁচামাল
(a) অপরিশোধিত তেল
(b) মিথেন গ্যাস
(c) এমোনিয়া
(d) ক্লিংকার
Ans. b
67. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো -
(a) ইরি ১
(b) ইরি ৮
(c) ইরি ৩
(d) ইরি ২০
Ans. b
68. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
(a) সালফার
(b) কার্বন
(c) মিথেন
(d) নিয়ন
Ans. c
69. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -
(a) ক্যাপাসিটর
(b) জেনারেটর
(c) ষ্টোরেজ ব্যাটারি
(d) ট্রান্সফরমার
Ans. c
70. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -
(a) ওয়েভ গাইডের মধ্য দিয়ে
(b) খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়
(c) বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
(d) ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
Ans. a
71. মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় -
(a) অণু
(b) পরমাণু
(c) ইলেকট্রন
(d) প্রোটন
Ans. b
72. ফল পাকানোর জন্য দায়ী কী?
(a) ইথিলিন
(b) প্রপিন
(c) লাইকোপেন
(d) মিথিলিন
Ans. a
73. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
(a) এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
(b) চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
(c) এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
(d) ইনসুলিনের অভাবে এ রোগ হয়
Ans. b
74. এনজিওপ্লাস্টি হচ্ছে-
(a) হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
(b) হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
(c) হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
(d) হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
Ans. a
75. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?
(a) কিউলেক্র
(b) এডিস
(c) সেভিং সোপ
(d) সব ধরনের মশা
Ans. b