Subject Mathematics
1576. যে সংখ্যাকে দুটি পূর্ন সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে?
(a) মূলদ সংখ্যা
(b) স্বাভাবিক সংখ্যা
(c) জটিল সংখ্যা
(d) অমূলদ সংখ্যা
Ans. d
1577. স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য ১।
(a) ১
(b) ০
(c) অসীম
(d) সবগুলো
Ans. a
1578. x এর মান ৭ হলে x+৩ এর মান কত?
(a) ৪
(b) ১১
(c) ১০
(d) ২১
Ans. c
1579. কোনো রাশিকে রামপক্ষ থেকে ডানপক্ষ বা ডানপক্ষথেকে বামপক্ষে আনতে হলে চিহৃর পরিবর্তন করতে হয়। একে কী পদ্ধতি বলা হয়?
(a) একান্তর
(b) পক্ষান্তর
(c) আড়গুণ
(d) কোনোটিই নয়
Ans. b
1580. দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০° হলে একটি কোনকে অপরটির কি বলে?
(a) পূরক কোণ
(b) সম্পূরক কোণ
(c) সরল কোণ
(d) সন্নিহিত কোণ
Ans. a
1581. = ১২ হলে ‘ক’ এর মান কত?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
Ans. d
1582. কোন সংখ্যা ৩০১ থেকে যত বড়, ৩৮১ থেকে তত ছোট?
(a) ৩৪০
(b) ৩৪১
(c) ৩৪২
(d) ৩৪৪
Ans. b
1583. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(a) ৯১
(b) ৮৭
(c) ৬৩
(d) ৫৯
Ans. b
1584. y = x² সমীকরণে x = 3 বসালে ‘y’ এর মান কত?
(a) ৮
(b) ৯
(c) ২৭
(d) ১৫
Ans. b
1585. a² + b² = 25 এবং ab = 12 হলে a + b = কত?
(a) ৬
(b) ৭
(c) ৮
(d) ৯
Ans. b
1586. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
(a) ২০ মিটার
(b) ১৬ মিটার
(c) ১২ মিটার
(d) ৮ মিটার
Ans. b
1587. ক এবং খ একটি কাজ ১২ দিনে সম্পন্ন করে। ক একা কাজটি ৩০ দিনে শেষ করলে, খ একা কাজটি শেষ করতে কত দিন লাগবে?
(a) ১৫
(b) ১৮
(c) ২০
(d) ২৫
Ans. c
1588. কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সে. মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
(a) ১০ মিটার
(b) ২৫ মিটার
(c) ৫√২ মিটার
(d) ২০ মিটার
Ans. c
1589. নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষদ্রতম সংখ্যা?
(a) √০.৩
(b)
(c)
(d) ০.৩
Ans. d
1590. ১৩ % - এর মান কত?
(a) ১১ ২০
(b) ১১ ৮০
(c)
(d)
Ans. b
1591. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
(a) y² = ax
(b) x² + y² = 16
(c) ax² + bx + c = 0
(d) y² = 2x + 7
Ans. b
1592. নিচের কোনটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত?
(a) Π
(b) ৩.১৪১৬
(c) ২২
(d) সবগুলো
Ans. d
1593. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
(a) xz<yz
(b) xz>yz
(c) z x > z y
(d) z y > z x
Ans. a
1594. কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে?
(a) ৬ : ৫ : ৪
(b) ১২ : ৮ : ৪
(c) ৯ : ১২ : ১৫
(d) ৬ : ৪ : ৩
Ans. c
1595. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দুরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
(a) ৮০ মিটার
(b) ৬০ মিটার
(c) ৪০ মিটার
(d) ২০ মিটার
Ans. b
1596. একটির বড় বাক্সের মধ্যে ৪ টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪ টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
(a) ৩১টি
(b) ২৩টি
(c) ২১টি
(d) ১৮টি
Ans. c
1597. log28 কত?
(a) 4
(b) 3
(c) 2
(d) 1
Ans. b
1598. একটি পাত্রের দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
(a) ১৪ লিটার
(b) ৬ লিটার
(c) ১০ লিটার
(d) ৪ লিটার
Ans. d
1599. ক - এর বেতন খ - এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ - এর বেতর ক - এর বেতন অপেক্ষা কত টাকা কম?
(a) ২৭ টাকা
(b) ২৫.৯৩ টাকা
(c) ৪০ টাকা
(d) ২৫.৫০ টাকা
Ans. b
1600. যদি a² + 1 = 51 হয় তবে a + 1 a এর মান কত?
(a) ± 9
(b) ±7
(c) ±5
(d) ±3
Ans. b