Subject Mathematics
1626. নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভূল?
(a) ভাজ্য = (ভাকজ × ভাগফল) + ভাগশেষ
(b) ভাজ্য = (ভাজক + ভাগশেষ) × ভাগফল
(c) ভাজ্য = (ভাগশেষ × ভাগফল) + ভাজক
(d) ভাজ্য = (ভাজক + ভাগফল) × ভাগশেষ
Ans. a
1627. কোনো ত্রিভূজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে কত?
(a) ১৮০ ডিগ্রী
(b) ২৭০ ডিগ্রী
(c) ৩৬০ ডিগ্রী
(d) ৫৪০ ডিগ্রী
Ans. c
1628. বৃ্ত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়?
(a) 50%
(b) 100%
(c) 125%
(d) 75%
Ans. c
1629. ABCD একটি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ।
(a) 180°
(b) 170°
(c) 150°
(d) 160°
Ans. a
1630. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB একটি ব্যাস ভিন্ন জ্যা। OD, AB এর উপর লম্ব। AD = 2.5cm হলে, AB = কত cm?
(a) 4 cm
(b) 5 cm
(c) 6 cm
(d) 3 cm
Ans. b
1631. একটি সুষম ষড়ভুজের অন্ত:স্থ যে কোনো একটি কোণের পরিমাণ কত?
(a) 120°
(b) 100°
(c) 90°
(d) 60°
Ans. a
1632. একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে 5 6 অংশ এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের অপেক্ষা 120 জন্য বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত?
(a) 25 জন
(b) 35 জন
(c) 30 জন
(d) 20 জন
Ans. c
1633. |x – 5 | = 6 সমীকরণটির সমাধান সেট হলো –
(a) {1, -11}
(b) {1, 11}
(c) {-1, 11}
(d) {-1, -11}
Ans. c
1634. x 3 - 2 y = 1 এবং x 4 + 3 y = 3 হলে, (x, y) = কত?
(a) (2, 5)
(b) (3, 4)
(c) (2, 6)
(d) (6, 2)
Ans. d
1635. log10(0.001) = কত?
(a) -2
(b) -3
(c) 1 2
(d) 1 3
Ans. b
1636. x - 1 x = 2 হলে, x² + 1 এর মান কত?
(a) 6
(b) 0
(c) 4
(d) 2
Ans. a
1637. x² + 2xy – 2y -1 এর উৎপাদক কত?
(a) (x + y + 1)(x - 1)
(b) (x + 2y + 1)(x + 1)
(c) (x + y + 1)(x + 1)
(d) (x + 2y + 1)(x - 1)
Ans. d
1638. কোনো শ্রেণীর ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বৎসর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?
(a) ৪০ বৎসর
(b) ৩৯ বৎসর
(c) ৪৫ বৎসর
(d) ৩৫ বৎসর
Ans. b
1639. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১৪ ও ১৬৮, একটি সংখ্যা ৪২ হলে, অপর সংখ্যাটি কত?
(a) ৫৬
(b) ৬২
(c) ৮৪
(d) ১১২
Ans. a
1640. ক:খ=৪:৫, খ:গ=২:৩ এবং ক=৮০০ হলে, গ=কত?
(a) ২০০০
(b) ১৫০০
(c) ১২০০
(d) ১৮০০
Ans. b
1641. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
(a) ২৪০০ লিটার
(b) ২৪০০০ লিটার
(c) ২৪০ লিটার
(d) ২৪০০০০ লিটার
Ans. b
1642. যদি ডালের দাম ২৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার কি হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?
(a) ২০%
(b) ২৫%
(c) ১৫%
(d) ৩০%
Ans. a
1643. 7 এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
(a) সসীট সেট
(b) ফাঁকা সেট
(c) সার্বিক সেট
(d) অসীম সেট
Ans. d
1644. দুইটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তর ১৯৭ হলে, সংখ্যাদ্ধয় কত?
(a) ৯৭, ৯৮
(b) ৯৬, ৯৭
(c) ৯৮, ৯৯
(d) ৯৯, ১০০
Ans. c
1645. একটি দ্রব্য ২৫% লাভের বিক্রয় কর হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?
(a) ৫:৪
(b) ৬:৫
(c) ৪:৫
(d) ৫:৬
Ans. a
1646. ৯০ কোন সংখ্যার ৬০%?
(a) ১৫০
(b) ১৬০
(c) ১৪০
(d) ১৮০
Ans. a
1647. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হলে, জমিটির পরিসীমা কত মিটার?
(a) ১০০
(b) ১৪০
(c) ১২০
(d) ১১৫
Ans. c
1648. x 3 - 2 y = 1 এবং x 4 + 3 y = 3 হলে, (x, y) = কত?
(a) (2, 5)
(b) (3, 4)
(c) (2, 6)
(d) (6, 2)
Ans. d
1649. ২০০২ সংখ্যা কোন সংখ্যাগুচ্ছের ল. সা.গু নয়?
(a) ১৩, ৭৭, ৯১, ১৪৩
(b) ৭, ২২, ২৬, ৯১
(c) ২৬, ৭৭, ১৪৩, ১৫৪
(d) ২, ৭, ১১, ১৩
Ans. a
1650. তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য হবে?
(a) ৫
(b) ১০
(c) ১৫
(d) ২০
Ans. b