Subject International Affairs
151. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি ?
(a) সনোরা লাইন
(b) ম্যাকনামারা লাইন
(c) ডুরান্ড লাইন
(d) হিন্ডারবার্গ লাইন
Ans. a
152. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায় ?
(a) হিমালয়
(b) কুনলুন পর্বত
(c) ব্ল্যাক ফরেস্ট
(d) আল্পস
Ans. b
153. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
(a) ভারতে
(b) পাকিস্তানে
(c) শ্রীলংকায়
(d) বাংলাদেশে
Ans. b
154. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
(a) ফিলিপাইন
(b) জাপান
(c) চীন
(d) ভারত
Ans. d
155. ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
(a) চীন
(b) যুক্তরাষ্ট্র
(c) পাকিস্তান
(d) থাইল্যান্ড
Ans. d
156. 'এশিয়া ওয়াচ' কর্তৃক সম্প্রতি উদঘটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
(a) জুন ১৯৮৯ - তিয়ানমেন স্কায়ারে সংঘটিত ট্র্যাজেটি
(b) জেলখানার কয়েদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
(c) পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
(d) আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের তথ্য বিক্রি
Ans. a
157. মায়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হলেও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
(a) এনডিওএল
(b) এলএনডি
(c) এনএলডি
(d) বিএসপিপি
Ans. c
158. পি. এল. ও. এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সালে জাতি সংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
(a) নিউইয়র্ক
(b) প্যারিস
(c) জেনেভা
(d) ভিয়েনা
Ans. a
159. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
(a) জাপানের নাগাসাকিতে
(b) অস্ট্রিলিয়ার ক্যানবেরায়
(c) তুর্কমেনিস্তানের আশখাবাদে
(d) কানাডার ভেস্কুবারে
Ans. c
160. Which of the following is not the name of a Greek God?
(a) Venus
(b) Neptune
(c) Pluto
(d) Jupiter
(e) Earth
Ans. e
161. When did South Sudan become the newest independent state in the World?
(a) March 30, 2011
(b) April 30, 2011
(c) May 04, 2011
(d) June 04, 2011
(e) July 09, 2011
Ans. d
162. Which organization of the World Bank is known as the ‘soft-loan window’?
(a) IDA
(b) IFC
(c) EDI
(d) IBRD
(e) ICB
Ans. a
163. Government fiscal policy is related to:
(a) Tax
(b) Money Supply
(c) Export-Import
(d) Financial Institution
(e) FDI
Ans. a
164. What is the Statutory Liquidity Reserve (SLR) for the commercial banks set by the Bangladesh Bank?
(a) 19%
(b) 18.5%
(c) 19.5%
(d) 17.5%
(e) 18%
Ans. a
165. The SAARC secretariat is situated in:
(a) Dhaka
(b) New Delhi
(c) Male
(d) Colombo
(e) Kathmandu
Ans. e
166. Who won the Nobel prize in Economics in 2011?
(a) Peter A. Diamond
(b) Dale T. Mortensen
(c) Christopher A. Passarides
(d) A, B, and C
(e) Ptere Dale Franics
Ans. d
167. The country with largest amount of public debt is:
(a) Greece
(b) Portugal
(c) Iceland
(d) USA
(e) China
Ans. d
168. Which of the following act empowers Bangladesh to issue license to carry out banking business in Bangladesh?
(a) Bangladesh Bank Ordinance, 1972
(b) Bank and Financial Institutions Act, 2003
(c) Bank Companies Act, 1991
(d) Companies Act, 1994
(e) British Banking Act, 1886
Ans. d
169. Which of the following is the prudential regulator of UK financial service industry?
(a) Bank of England
(b) Financial Services Administration
(c) Financial Services Authority
(d) European Ventral Bank
(e) Her Majesty’s Treasury
Ans. b
170. "তাহরির স্কয়ার" কোথায় অবস্থিত?
(a) সিউল
(b) আম্মান
(c) কায়রো
(d) তেহরান
Ans. c
171. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
(a) নাইজেরিয়া
(b) ভারত
(c) মালয়েশিয়া
(d) তুরস্ক
Ans. b
172. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) লন্ডন
(b) নিউইর্য়াক
(c) প্যারিস
(d) ভিয়েনা
Ans. a
173. "আরব বসন্ত" বলতে কি বুঝায়?
(a) আরবের বিভিন্ন দেশে গনজাগরণ
(b) আরব অঞ্চলে বসন্তকাল
(c) আরব রাজতন্ত্র
(d) আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
Ans. a
174. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
(a) নেপাল
(b) ভারত
(c) কুয়েত
(d) মালদ্বীপ
Ans. a
175. "লয়াজিরগা" কোন দেশের আইন সভা?
(a) ফিজি
(b) সিরিয়া
(c) লেবানন
(d) আফগানিস্তান
Ans. d