Subject International Affairs
76. নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
(a) এবিএম চুক্তি (ABM)
(b) সল্ট-১ চুক্তি (SALT-1)
(c) সল্ট-২ চুক্তি (SALT-2)
(d) স্টার্ট-১ চুক্তি (START-1)
Ans. c
77. Amnesty Internatioanl কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
(a) ১৯৭৭
(b) ১৯৭৮
(c) ১৯৭৯
(d) ১৯৮১
Ans. a
78. START-2 কী?
(a) টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
(b) বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি
(c) কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি
(d) এর কোনটিই নয়
Ans. c
79. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
(a) ২১
(b) ২২
(c) ২৩
(d) ২৬
Ans.
80. মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
(a) ২১ বছর
(b) ২২ বছর
(c) ২৪ বছর
(d) ২৫ বছর
Ans. b
81. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
(a) সুন্নি
(b) শিয়া
(c) কুর্দি
(d) খ্রিস্টান
Ans. c
82. ইন্দোনিশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী? (সাল - ২০০১)
(a) জেনারেল সোহার্তু
(b) মেঘবতী সুকর্ণপুত্রী
(c) আবদুর রহমান ওয়াহিদ
(d) জেনারেল বিয়ান্তো
Ans. c
83. পানামা খাল কোন সাগরকে যুক্ত করেছে?
(a) আটলান্টটিক ও ভূমধ্যসাগর
(b) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
(c) প্রশান্ত ও উত্তর মহাসাগর
(d) ভারত ও প্রশান্ত মহাসাগর
Ans. b
84. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? (সাল ২০০১)
(a) দিল্লি
(b) ডারবান
(c) ঢাকা
(d) জাকার্তা
Ans. c
85. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
(a) ১৯৫
(b) ১৮৯
(c) ৭০
(d) ১৭৫
Ans.
86. রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিণটির ওজন কত টন?
(a) ১২,৮০০
(b) ১৩,৯০০
(c) ১৪,২০০
(d) ১৫,০০০
Ans.
87. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? (সাল ২০০১)
(a) সুইডেন
(b) নাইজেরিয়া
(c) বাংলাদেশ
(d) ভারত
Ans. c
88. "বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০" রিপোর্ট অনুযায়ী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে শীর্ষে রয়েছে কোন দেশ?
(a) পাকিস্তান
(b) কেনিয়া
(c) পাপুয়া নিউগিনি
(d) বাংলাদেশ
Ans. c
89. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
(a) প্রেসিডেন্ট কিম দায়ে জং
(b) হোমস জে হেকম্যান
(c) গাও সিংজিয়ান
(d) এরিক ক্যান্ডেল
Ans. a
90. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
(a) ইরাক
(b) মিসর
(c) কুয়েত
(d) জর্ডান
Ans. a
91. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
(a) নীলফামারী
(b) কুড়িগ্রাম
(c) লালমনিরহাট
(d) দিনাজপুর
Ans. c
92. পৃথিবীর বৃহত্তম মহাদেশ-
(a) এশিয়া
(b) ইউরোপ
(c) আফ্রিকা
(d) এন্টার্কটিকা
Ans. a
93. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
(a) দুর্ভিক্ষ ও দারিদ্র্য
(b) উন্নয়নের গতিধারা
(c) মাইক্রো ক্রেডিট
(d) বৈদেশিক সাহায্য
Ans. a
94. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) –এর সদস্য সংখ্যা কত?
(a) ৫
(b) ৬
(c) ৭
(d) ৮
Ans. b
95. BIMSTEC কী ধরণের সংগঠন?
(a) রাজনৈতিক
(b) অর্থনৈতিক
(c) বাণিজ্যিক
(d) সামাজিক
Ans. b
96. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৮৫ সালে, ঢাকায়
(b) ১৯৮৩ সালে, দিল্লিতে
(c) ১৯৮৪ সালে, কলোম্বোতে
(d) ১৯৮৬ সালে, মালেতে
Ans. a
97. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?
(a) দি চেকার্স
(b) মার্লবোরো হাউজ
(c) হোয়াইট হাউজ
(d) বার্কিংহাম প্রাসাদ
Ans. b
98. হেলসিংকি কোন দেশের রাজধানী?
(a) ফিনল্যান্ড
(b) আয়ারল্যান্ড
(c) রাশিয়া
(d) হল্যান্ড
Ans. a
99. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী? (সাল ২০০৯)
(a) জর্জ বুশ
(b) হিলারি ক্লিনটন
(c) রবার্ট গেইট
(d) কন্ডোলিসা রাইস
Ans. b
100. আইএলও- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) লন্ডন
(b) জেনেভা
(c) নিউইয়র্ক
(d) দিল্লি
Ans. b