Subject International Affairs
126. নিম্নের কোন তারিখে পিএলও - ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
(a) ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
(b) ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
(c) ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
(d) ২০ সেপ্টেম্বর, ১৯৯৩
Ans. c
127. রিও-ডি জেনিরোতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' - এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেল?
(a) ১৫০
(b) ১৫৬
(c) ১৭৯
(d) ১৭৮
Ans. c
128. নিচের কোন দেশটি Grouop of Enght (G-8) এর সদস্য নয়?
(a) কানাডা
(b) ইতালি
(c) সুইডেন
(d) জাপান
Ans. c
129. বিশ্বব্যাংক -এর কোন অংগ সংগঠটি 'Soft-loan-Window' নামে পরিচিত?
(a) IBRD
(b) IDA
(c) IFC
(d) EDI
Ans. b
130. 'The World Economic Forum' কর্তৃক নির্ধারিত International Competitveness Ranking - এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
(a) যুক্তরাষ্ট্র
(b) জাপান
(c) জার্মানি
(d) দক্ষিণ কোরিয়া
Ans. d
131. ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত?
(a) হংকং
(b) ডালাস
(c) লন্ডন
(d) নিউইয়র্ক
Ans. d
132. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই পদ্ধতি' নীতি চালূ হয়?
(a) লাওস
(b) ভিয়েতনাম
(c) মঙ্গোলিয়া
(d) গণচীন
Ans. d
133. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কী?
(a) জাপানকে সাহায্য করা
(b) ভিয়েতনামকে দমন করা
(c) 'আসিয়ান' জোটকে সমর্থন করা
(d) দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
Ans. c
134. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
(a) UNMOG
(b) UNGOMAP
(c) UNFICP
(d) UNIMOG
Ans. d
135. কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
(a) UNV
(b) DTCD
(c) UNFPA
(d) UNDP
Ans. d
136. 'গ্লাসনন্ত' -এর অর্থ কী?
(a) সমাজতন্ত্রের সংগঠন
(b) সমজাতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
(c) খোলামেলা আলোচনা
(d) সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা
Ans. c
137. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মিরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে -
(a) জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
(b) সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
(c) পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
(d) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
Ans. d
138. জাতিসংঘের প্রথম মহসচিব ছিলেন -
(a) উথান্ট
(b) ট্রিগভেলি
(c) দ্যাগ হ্যামারশোল্ড
(d) কুর্ট ওয়াল্ডহেইম
Ans. b
139. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা- (সাল -১৯৮৯-৯০)
(a) ১৫৬
(b) ১৫৭
(c) ১৫৮
(d) ১৮৮
Ans. d
140. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -
(a) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
(b) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
(c) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
(d) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
Ans. a
141. যে দেশ এস.ডি.আই. প্রতিরক্ষা কর্মসুচি গ্রহণ করেছে?
(a) ব্রিটেন
(b) ফ্রান্স
(c) যুক্তরাষ্ট্র
(d) রাশিয়া
Ans. c
142. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর -
(a) ভিয়েনা
(b) বন
(c) জেনেভা
(d) রোম
Ans. a
143. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
(a) ফ্লোরিডা
(b) পক
(c) জেব্রাল্টার
(d) বেরিং
Ans. d
144. ভারত-বাংলাদেশ যৌথ কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -
(a) দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
(b) দু'দেশের নদীগুলোর পলি মাটি অপসারন
(c) বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা
(d) দু'দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ণ
Ans. a
145. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য -
(a) ইরাকের আক্রমন হতে সৌদি আরবকে রক্ষা করা
(b) ইরাকের কুয়েত দখল অবসান করা
(c) স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
(d) উপরের সবকয়টি
Ans. d
146. ১১ তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম -
(a) পিকিং স্পোর্টস স্টেডিয়াম
(b) বেইজিং স্টেডিয়াম
(c) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
(d) চায়না স্পোর্টস স্টেডিয়াম
Ans. c
147. জাতিসংঘের রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে - (১৯৮৬ সালে)
(a) ১৩৭
(b) ১২১
(c) ১১৭
(d) ১১০
Ans. d
148. '৫০০ দিনের প্লান' বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে -
(a) ওয়ারেশ জোট ভেঙে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
(b) রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন করা
(c) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
(d) পূর্ব জার্মানি থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
Ans. c
149. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -
(a) ইউরোপে
(b) উত্তর আমেরিকায়
(c) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
(d) মধ্য এশিয়ায়
Ans. c
150. The South Pole is located in the _.
(a) Arctic
(b) Antarctic
(c) Antipodes
(d) Occident
Ans. b