Subject Bengali
1051. ‘পুণ্যে মতি হোক’ বাক্যে পুণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
(a) বিশেষ্য
(b) বিশেষণ
(c) বিশেষণের বিশেষণ
(d) সর্বনাম
Ans. a
1052. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরণের বাক্য?
(a) সরল বাক্য
(b) সাধারণ বাক্য
(c) মিশ্র বাক্য
(d) যৌগিক বাক্য
Ans. d
1053. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষার কোন ভাষা হতে গৃহীত হয়েছে?
(a) পর্তুগিজ
(b) আরবী
(c) দেশী
(d) ওলন্দাজ
Ans. a
1054. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
(a) বঙ্কিম চট্টোপাধ্যায়
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) প্যারীচাঁদ মিত্র
Ans. b
1055. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(a) বিস্ময়
(b) নির্ভয়
(c) দ্বিধা
(d) প্রত্যয়
Ans. d
1056. ইহলোক যা সামান্য নয় -
(a) অনন্যসাধারন
(b) অনন্য
(c) আলোকসামান্য
(d) আলোকসামান্য
Ans. c
1057. ‘শশী’ ও ‘কুমুদ’ বাংলা সাহিত্যের কোন উপন্যাসের দুটি চরিত্র?
(a) গোরা
(b) পুতুল নাচের ইতিকথা
(c) কবি
(d) উত্তম পুরুষ
Ans. b
1058. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
(a) সাধু ভাষায়
(b) কথ্য ভাষায়
(c) আঞ্চলিক ভাষায়
(d) চলতি ভাষায়
Ans. a
1059. ‘রাত্রি’ র সমার্থক শব্দ নয় -
(a) শর্বরী
(b) রজনী
(c) যামিনী
(d) বারিদ
Ans. d
1060. ‘বজ্রবুলি’ বলতে কি বোঝায়?
(a) মৈথিলি ভাষায় একটি উপভাষা
(b) একরকম কৃত্রিম কবিভাষা
(c) বাংলা ও হিন্দির যোগফল
(d) ব্রজধামে কথিত কথা
Ans. b
1061. অভিধানে কোন শব্দটি আগে বসবে?
(a) চাঁদা
(b) চানা
(c) চালা
(d) চাঁটি
Ans. d
1062. The window panes steamed up. এর যথাযথ বাংলা -
(a) জানালার কপাট ভেঙ্গে গেল।
(b) জানালার পাল্লার আগুন ধরে গেল।
(c) জানালার কাচ ঝাপসা হয়ে গেল।
(d) জানালার কাচ উত্তপ্ত হলো।
Ans. c
1063. ‘অভিনিবেশ’ শব্দটির অর্থ কি?
(a) মনোযোগ
(b) নিস্পৃহ
(c) বিশেষভাবে
(d) অভিরুচি
Ans. a
1064. নিম্নের কোন্ বাক্যটি সঠিক?
(a) আমার কথাই প্রমান হলো।
(b) আমার কথাই প্রমাণ হলো।
(c) আমার কথাই প্রমানীত হলো।
(d) আমার কথাই প্রমাণিত হলো।
Ans. d
1065. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’ – এটি কোন বর্তমান কালের?
(a) সাধারণ বর্তমান
(b) ঘটমান বর্তমান
(c) নিত্যবৃত্ত বর্তমান
(d) পুরাঘটিত বর্তমান
Ans. c
1066. বাংলা ভাষার সাধুনীতির বৈশিষ্ট্য কোনটি?
(a) বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
(b) সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ পদ্ধতি মেনে চলে
(c) বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
(d) সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
Ans. b
1067. “ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) বি + অর্থ
(b) ব্য + অর্থ
(c) ব্যা + অর্থ
(d) ব + অর্থ
Ans. a
1068. মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
(a) দিল্লি
(b) কাবুল
(c) তেহরান
(d) লাহোর
Ans. b
1069. বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক -
(a) প্রমথ চৌধুরী
(b) কাজী নজরুল ইসলাম
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) মীর মোশাররফ হোসেন
Ans. a
1070. “কাটিতে কাটিতে ধান এল বরষা” – এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়?
(a) নিরন্তর
(b) সম্ভাবনা
(c) বিলম্ব
(d) সমাপ্তি
Ans. b
1071. ‘গরমাগরম’ এর বিশিষ্টার্থ -
(a) টাটকা
(b) উত্তেজনাপূর্ণ
(c) সাম্প্রতিক
(d) উত্তপ্ত
Ans. a
1072. “লেফাফা দুরস্থ” বাগধারাটির অর্থ কি?
(a) চৌকস ব্যক্তি
(b) সৌখিন ব্যক্তি
(c) পোষাক সর্বস্ব
(d) বাইরের ঠাই বজায় রেখে চলা
Ans. d
1073. “সূর্য” –এর প্রতিশব্দ -
(a) সুধাংশু
(b) বিধূ
(c) আদিত্য
(d) শশাঙ্ক
Ans. c
1074. জহির রায়হান এর “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমি হলো -
(a) ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
(b) ৭১ এর মুক্তিযুদ্ধ
(c) ব্রিটিশ বিরোধী আন্দোলন
(d) কোনটিই নয়
Ans. a
1075. কাজী নজরুল ইসলামের সাথে জড়িত “ধুমকেতু” কোন ধরনের প্রকাশনা?
(a) কবিতা
(b) উপন্যাস
(c) পত্রিকা
(d) ছোটগল্প
Ans. c