Subject Bengali
1076. “সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই” উক্তিটি কার?
(a) রজনীকান্ত সেন
(b) অতুলপ্রসাদ
(c) চন্ডিদাস
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. c
1077. যে বিষয়ে কোন বিতর্ক নেই -
(a) অবিমৃষ্যকারী
(b) অবিতক
(c) তর্কাতীত
(d) অবিসংবাদী
Ans. d
1078. ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারার অর্থ –
(a) সন্দেহজনক আচরণ
(b) গোপন রাখার প্রয়াস
(c) ষড়যন্ত্র
(d) পেটের গন্ডগোল
Ans. b
1079. কোনটি পরিচ্ছদ?
(a) দুকুল
(b) দুকূল
(c) পিপুল
(d) শিমুল
Ans. d
1080. যৌগিক বিশেষণের উদাহরণ যুক্ত ছোট বাক্য -
(a) প্রাণের বন্ধু
(b) সঞ্চরশীল মেঘ
(c) কাচ-কাটা হীরা
(d) পণ্ডিত জনোচিত উক্তি
Ans. d
1081. প্রত্যয়ান্ত শব্দ -
(a) পেশা
(b) পাশা
(c) পিপাসা
(d) প্রত্যাশা
Ans. c
1082. কোন্ ত্রয়ীর বানান শুদ্ধ?
(a) বিমর্ষ, মুমূর্ষ, সংঘর্ষ
(b) সত্তেও, সাত্বিক, সত্তা
(c) বিঘুর্ণন, বিঘোষণ, বিমর্দণ
(d) জায়মান, জাম্বুবান, ভ্রাম্যমান
Ans.
1083. কোনটি অঙ্গ-ভুষণ?
(a) মৃদঙ্গ
(b) মৃগয়া
(c) মীনাক্ষি
(d) মেঘলা
Ans. d
1084. Transliteration – এর পরিভাষা
(a) অনুবাদ করণ
(b) বর্ণীকরণ
(c) বর্ণান্তর
(d) প্রতিবর্ণীকরণ
Ans. d
1085. শেকসপীয়রের ‘টেমিং অব দি শ্রু’র বঙ্গানুবাদ করেছেন -
(a) আবদুল গাফফার চৌধুরী
(b) সিরাজুল ইসলাম
(c) মুনীর চৌধুরী
(d) কবীর চৌধুরী
Ans. c
1086. পদাবলীর রচয়িতা -
(a) মধুসূদন দত্ত
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) কায়কোবাদ
(d) জসীমউদ্দীন
Ans. b
1087. এক জাতীয় নয় -
(a) অভিনয়
(b) তনয়
(c) প্রণয়
(d) বিনয়
Ans. b
1088. শামসুর রাহমানের পদ্য গন্থ -
(a) প্রতিদিন ঘরহীন ঘরে
(b) স্মৃতির শহর
(c) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
(d) বুক তার বাংলাদেশের হৃদয়
Ans. b
1089. কোনটি তুলনাজ্ঞাপক শব্দ?
(a) প্রমিত
(b) প্রামান্য
(c) প্রমাণ
(d) প্রমাণিত
Ans. a
1090. লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী গেরো! – এই বাক্যের ‘কী’ দ্বারা কী বোঝায়?
(a) বিরক্তি
(b) রাগ
(c) শঙ্কা
(d) উদ্বেগ
Ans. a
1091. বদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত প্রত্রিকার নাম -
(a) কবিতা
(b) কালি-কলম
(c) পরিচয়
(d) পূর্বাশা
Ans. a
1092. সমার্থক নয় কোনটি
(a) সৌদামিনী
(b) শম্পা
(c) চপলা
(d) মরুৎ
Ans. d
1093. The window panes steamed up. এর যথাযথ বাংলা
(a) জানালার কপাট ভেঙ্গে গেল।
(b) জানালার পাল্লায় আগুন ধরে গেল।
(c) জানালার কাচ ঝাপসা হয়ে গেল।
(d) জানালার কাচ উত্তপ্ত হলো।
Ans. c
1094. হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য -
(a) পুবের হাওয়া
(b) ফণি-মনসা
(c) ভাঙার গান
(d) চন্দ্রবিন্দু
Ans. a
1095. সমাস গঠিত শব্দ -
(a) ইতস্তত
(b) প্রাদুর্ভাব
(c) শিরোপরি
(d) পরপুঙ্গর
Ans. d
1096. ‘যৌবন’ –এর বিপরীতার্থক শব্দ -
(a) জড়
(b) মড়া
(c) জ্বরা
(d) জরা
Ans. d
1097. ‘ছেমড়া’ শব্দটির উৎস -
(a) আরবি
(b) ফারসি
(c) সংস্কৃত
(d) তুর্কি
Ans. c
1098. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(a) সাগর
(b) স্রোতস্মিনী
(c) পারাপার
(d) অর্ণব
Ans. a
1099. ‘মৃগাঙ্ক’ শব্দটির অর্থ হল -
(a) হরিণ শিশু
(b) চন্দ্র
(c) চিত্রা হরিণ
(d) হরিণ শিকার
Ans. b
1100. ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ কোনটি?
(a) ধর্ত
(b) অপদার্থ
(c) কেতাদুরস্ত
(d) কলির কেষ্ট
Ans. b